Collectorate Green View High School
কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত
০১. নিয়মিত উপস্থিত হওয়া, পাঠ চলাকালে অত্যন্ত মনােনিবেশ সহকারে পাঠাভ্যাস করা ও বাড়ির কাজ নিয়মিত করা ছাত্র/ছাত্রীদের অবশ্য কর্তব্য।
০২. মা-বাবা ও শিক্ষকসহ গুরুজনকে সম্মান করা, সালাম করা ও তাদের আদেশ-উপদেশ মান্য করা অবশ্য কর্তব্য।
০৩. প্রতি সপ্তাহে নক কেটে আসতে হবে, ছাত্ররা চুল ছােট রাখবে, ছাত্রীরা একটু বড় করে ঝুটি/বেনী বাধবে, চুলে রং করা যাবে না, নেল পালিশ/ মেহেদী ব্যবহার করবে না, কানে বা গলায় স্বর্ণের চেইন, রিং বা কোন দামী গয়না পরে বিদ্যালয়ে আসতে পারবে না।
০৪. বিদ্যালয়ে প্রয়ােজনীয় সকল শিক্ষা উপকরণ আনতে হবে। বড় অঙ্কেরটাকা, খেলনা, দামী ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস (মােবাইল, ভিডিও গেম, ক্যামেরা ইত্যাদি) বা এ জাতীয় কোন কিছু আনা যাবে না।
০৫. সহপাঠী ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ, উপরের শ্রেণির ছাত্র/ছাত্রীদের সমীহ করা ও নীচের ছাত্র/ছাত্রীদের স্নেহ করা অপরিহার্যকর্তব্য।
০৬. পাঠ্য বিষয় বহির্ভূত বিভিন্ন সহশিক্ষাক্রমে অংশগ্রহণ করতে আগ্রহী হতেহবে। গান, আবৃত্তি, গল্পবলা, বিদ্যালয় ভবন পরিষ্কার রাখার কাজে অংশগ্রহণ করতে উৎসাহী হতে হবে।
০৭. বিরতি সময়ে সংযত ব্যবহার করতে হবে। অহেতুক দৌড় ঝাপ, চিৎকার ও অশােভন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
০৮. দেয়ালে, ডেস্কে, বেঞ্চে লেখা নিষিদ্ধ। জীবনের প্রতিটি মুহূর্ত ভালো কাজে লাগাতে হবে।
 ১০. মনে রাখতে হবে আদর্শ নাগরিক হওয়াই তােমার লক্ষ্য।
/ আমাদের কথা / আচরণবিধি