১৯৮২ সালে মহকুমা প্রশাসক জনাব মোঃ আতাউর রহমান মজুমদারের ঐকান্তিক ইচ্ছায় এবং জেলার গণ্যমান্য ব্যক্তিদের আগ্রহে ‘গ্রীন ভিউ স্কুল’ প্রতিষ্ঠা লাভ করে। স্কুলটি প্রতিষ্ঠায় সাবেক মহুকুমা প্রশাসক আরকান আলী এবং মোঃ হারুনুর রশিদ মিঞার অবদানও অনস্বীকার্য। নবাবগঞ্জ মহকুমা জেলায় উন্নীত হলে ১৯৮৫ সাল থেকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে এবং জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির আসন অলংকৃত করছেন। পরবর্তীতে ২০০১ সালে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ১৯৮৩ সাল থেকে প্রাথমিক বৃত্তি এবং ২০০৫ সাল থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রাখছে। গত ০২ ডিসেম্বর, ২০১২খ্রি. জেলা প্রশাসক ড. শাহ আলম সাহেবের একান্ত আগ্রহে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ‘কালেক্টরেট গ্রীন ভিউ ট্রাস্ট’ এর অধীনে (যার রেজিঃ নং- RAJS-375/2013) বিদ্যালয় পরিচালনার সিদ্ধান্ত নেন। সাবেক জেলা প্রশাসক জনাব এ জেড এম নূরুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগোপযোগী, বিজ্ঞানমনস্ক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের পরিকল্পনা করেন। বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ সেই পরিকল্পনা ব্যাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
মোট শিক্ষক
মাধ্যমিক শাখায় ১৮ জন (প্রধান শিক্ষকসহ)। এরমধ্যে খণ্ডকালীন শিক্ষক ০৯ জন।
প্রাথমিক শাখায় শিক্ষক ১৪ জন। এরমধ্যে খণ্ডকালীন শিক্ষক ০৮ জন।
মোট কর্মচারী ০৫ জন।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা- মাধ্যমিক: ৭৬০ ও প্রাথমিক: ৭৪৫ জন। মোট ১৫০৫ জন।