Collectorate Green View High School
কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত

খেলার মাঠঃ

প্রতিষ্ঠান প্রাঙ্গনে  খেলার মাঠ আছে।

অডিটোরিয়ামঃ

সাংস্কৃতিক কর্মকান্ড, সভা, সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য ১০০০ আসন বিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম আছে।

গবেষণাগারঃ

বিজ্ঞানঃ রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং জীব বিজ্ঞান অনুষদের জন্য পৃথক                পৃথক আধুনিক গবেষণাগার আছে।

প্রকৌশল অংকন ও ওয়ার্কসপ প্র্যাকটিসঃ প্রকৌশল অংকন ও ওয়ার্কসপ প্র্যাকটিস এর জন্য প্রয়োজনীয় সকল প্রকার যন্ত্রপাতি এই ল্যাব এ পাওয়া যায়।
সাচিবিক বিদ্যাঃ এই ল্যাবে পর্যাপ্ত টাইপরাইটার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

ক্যাণ্টিনঃ

শিক্ষার্থীদের সুবিধার্থে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্ন পরিবেশ সম্বলিত একটি ক্যান্টিন আছে। ক্যান্টিনে খাবারের মান নিশ্চিত করার জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ক্যান্টিনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষার্থীদেরকে যত্নবান হতে হবে। খাবার-দাবার ছাড়াও ক্যান্টিনে কাগজ, খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, গ্রাফ পেপার,  ইত্যাদি পাওয়া যায়।

অজস্র বই সম্বলিত সুসজ্জিত পাঠাগারটি শিক্ষার্থীদের আকর্ষণের আধার। শ্রেণি কক্ষে নির্দিষ্ট পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারেও পড়াশুনার সুযোগ পায়। পাঠাগার থেকে শিক্ষার্থীদেরকে নিয়মিত বই সরবরাহ করা হয়।

/ আমাদের কথা / সুযোগ-সুবিধা