
কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।
ওয়েবসাইটের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সেবার মান আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে আশা করছি। অভিভাবকগণ এখন থেকে ঘরে বসে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য কার্যক্রম ও নোটিস দেখার সুযোগ পাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে কোন পরামর্শ ইমেইলে প্রেরণ করতে পারবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত একবিংশ শতাব্দির চ্যালেন্জ মোকাবেলা ও ডিজিটাল সেবায় আমরা ঐক্যবদ্ধভাবে কর্মকান্ড চালিয়ে যাব, যেন শিক্ষার্থীরা উন্নততর সেবা পেতে সক্ষম হয় এবং সোনার মানুষ হিসবে গড়ে উঠে।
এ অগ্রযাত্রায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
জনাব মোঃ আব্দুস সামাদ
জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি
কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়